শম্পা বসুরায়
শক্তি
শম্পা বসুরায়
যন্ত্রনার বারান্দায় পিশাচের উৎসব হচ্ছে! হোক,
নির্মম সঙ্গমর্মরের বেসিনে রক্ত ধুয়ে যাচ্ছে! যাক,
গর্তের পোকারা প্রাগৈতিহাসিক ফ্যানে
ঝুলিয়ে দিক শিউলিরঙা শাড়ির আঁচল
কাশের সাদায় লেগে থাকুক রক্তের ফোঁটা
টেস্টোস্টেরনের তাড়নায় বার বার শ্বাপদের চোখ জ্বলে উঠুক অন্ধকারে, শীতাতপ নিয়ন্ত্রিত গুহায়,
শুধু এবারের পুজোয়
আমায় একটা পেলভিক বোন এনে দাও-
আমি ভেঙে দেখবো
ঠিক কতটা জোর লাগে।

পাঠকের মতামতঃ